ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী কমান্ডার নিহত, আহত ৪ পুলিশ সদস্য

প্রকাশিত : ১৩:১২, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:১৮, ২৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার আমিরুল ইসলাম নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। পুলিশ জানায়, গেলো মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরের হাউজিং মন্ডল ফিলিং স্টেশন এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের মন্ডল ফিলিং স্টেশনের কাছে একদল ডাকাত গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ডিবি পুলিশের একটি দল উপস্থিত হলে ডাকাতদল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় আমিরুল। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আমিরুল চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণসহ ৭টি মামলা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি