ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০০, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে একথা জানতে পেরে দোষীদের বিচার দাবিতে ফুঁসে ওঠেছে এলাকাবাসী। এদিকে, অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ।

মিরপুর উপজেলার মিটন গ্রামের দিনমজুর ভাষা মিয়ার দুই কন্যা সন্তানের একজন মাবিয়া। স্থানীয় একটি স্কুলে ক্লাস ওয়ানে লেখাপড়া করতো সে। ১৭ মাস আগে ওমানে যান মাবিয়ার মা কাজলী খাতুন। মায়ের সোহাগ-বঞ্চিত দুই বোন থাকতো বাবার সাথে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাড়ির পাশেই খেলা করছিল মাবিয়া। বন্ধুরা ঘরে ফিরলেও খোঁজে পাওয়া যায়নি মাবিয়াকে। পরদিন বাড়ির পাশে ধানক্ষেতের নালায় পাওয়া যায় তার ক্ষত-বিক্ষত মৃতদেহ।

মেয়ের খবর শুনে দেশে ফিরেছেন মা কাজলী খাতুন। হত্যাকারীকে সনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরাও।

দোষীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলে জানান, এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি