ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কুড়িগ্রামে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। অসুস্থ কিশোরীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই কিশোরীর স্বজনরা জানায়, নাগেশ্বরীর ফুলবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষক জামিল উদ্দিনের বাসায় ছয় বছর ধরে কাজ করতো এই কিশোরী। গত বৃহস্পতিবার রাতে স্ত্রী বাসায় না থাকার সুযোগে ওই কলেজ শিক্ষক কিশোরীকে ধর্ষণ করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে উল্টো তাকে খারাপ মেয়ে বলে মারধোর করে ওই কলেজ শিক্ষক ও তার স্ত্রী। শুক্রবার ক্ষোভে অভিমানে মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি