ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

কুড়িগ্রামে নদী ভাঙন: রাত কাটছে খোলা আকাশের নিচে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৪১, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের নাগেশ্বরীর দুধকুমার নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেলো দুই মাসে নদীগর্ভে বিলীন হয়েছে আড়াই শতাধিক ঘরবাড়ি-সহ ফসলি জমি ও গাছপালা। বাসস্থান হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।

নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী গ্রাম। দুধকুমারের ভাঙনে দিশেহারা এখানকার অধিবাসীরা। এক সপ্তাহের ব্যবধানে অর্ধশতাধিক বাড়িঘর সরিয়ে নেয়ায় অনেকেই এখন খোলা আকাশের নিচে।

শুধু বোয়ালমারী নয়; উপজেলার চরশৈলমারী, মেকুড়ের আলগা, টেপারকুটিসহ চরাঞ্চলের অন্তত ২০টি গ্রাম ভাঙন কবলিত। প্রতিদিনই ভাঙছে বাড়িঘর, গাছপালা, নষ্ট হচ্ছে ফসলি জমি। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

বিভিন্ন মহলে ধরনা দিয়ে কিছু জিও ব্যাগ পাওয়া গেলেও তা দিয়ে ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান স্থানীয়রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি