ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কেজরীওয়ালের পাশে ঋতুপর্ণা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের পাশে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুক্রবার বসেছিল বাংলা সিনে ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ। সেখানে সন্ধ্যায় দিল্লির মুক্তধারা স্টেডিয়ামে পাশাপাশি বসে ছিলেন তারা।  

১১তম বাংলা সিনে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করতে রাজধানী গিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানে দেখানো হয় ঋতুপর্ণা অভিনীত তরুণ মজুমদার পরিচালিত ছবি ভালবাসার বাড়ি। তিন দিনের এই উৎসবে দেখানো হবে পিউপা, হামি, রেনবো জেলি, মাছের ঝোল, মেঘনাদবধ রহস্য, বাবার নাম গাঁধীজির মতো ছবি।

কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের সূত্র অনুযায়ী, একই মঞ্চে অরবিন্দ কেজরীওয়ালের পাশে ঋতুপর্ণাকে দেখে বিশেষ রাজনৈতিক তাৎপর্য খোঁজার চেষ্টা করছে কিছু মহল।

একটা সময় শোনা গিয়েছিল, বিজেপির তরফে ঋতুপর্ণাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। অরবিন্দের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজনৈতিক সমীকরণ একেবারেই ভাল নয়। রাহুল গাঁধীর সঙ্গেও তার মতানৈক্য রয়েছে। আবার সম্প্রতি মমতা ব্যানার্জীর ফেডারাল ফ্রন্টে থাকবেন না বলেই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ হেন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ঋতুপর্ণার মঞ্চ ভাগ করে নেওয়াতে নতুন রাজনৈতিক অংকের জট ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত অনেকে।

এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি