ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কোটা আন্দোলনকারীদেরকে ধৈর্য ধরতে হবে : আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের আর কিছুদিন  ধৈর্য ধারণ করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,‘প্রধানমন্ত্রী কথা দেওয়ার পরও কোটার ব্যাপারে একটা সহিংস অবস্থা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন কোটা পদ্ধতি সংস্কার করা হবে। তিনি যা বলেন তা করেন। কোটা আন্দোলনকারীদেরকে ধৈর্য ধরতে হবে।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত রাজনৈতিকভাবে দেওলিয়া হওয়ার পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে। স্কুলের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরমেয়র তাকজিল খলিফা কাজল, আওয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামসুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থীরা।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি