কোটা আন্দোলন: হামলাকারীদের আটকের দাবি
প্রকাশিত : ১৫:৫৮, ৫ জুলাই ২০১৮

বিসিএসসহ সরকারি সব চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আটক ও বিচার দাবি করেছে বিএনপি। বিষয়টি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনা করে কোটাপ্রথার যৌক্তিক সমাধানের আহ্বান জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানান দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের গণতন্ত্রের জমি সম্পূর্ণভাব দখল হয়ে গেছে। প্রতিবাদী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে পুলিশ ও দলীয় ক্যাডারদের ব্যবহার করছে সরকার। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা আন্দোলনে ছাত্রলীগের তাণ্ডব, শহীদ মিনারে ছাত্রীদের লাঞ্ছিত করা লগি-বৈঠারই পুনরাবৃত্তি।
বিএনপির মুখপাত্র বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। এতে প্রতিবাদকারীদের রক্ত ঝরাতে তাদের আরো উৎসাহিত করবে।
শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
আরকে//
আরও পড়ুন