ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ক্যাটকে সাবেক প্রেমিকের সামনে বিয়ের প্রস্তাব  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

 

ক্যাটরিনার প্রেমিকের তালিকা একেবারেই ছোট না। চলচ্চিত্রের ক্যারিয়ারে প্রেম করেছেন অনেক নায়কের সঙ্গেই শোনা যায়। বিশেষ করে সালমান খান, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার নাম আসে তার সাবেক  প্রেমিকের তালিকায় । সালমান খানের সঙ্গে প্রেম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে।

বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে সালমান-ক্যাটরিনা অভিনয় করেছেন। এই জুটির মুক্তি পাওয়া সর্বশেষ সুপার হিট হওয়া সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। পরে “ভারত” সিনেমায় তার জুটি বাঁধেন যার পরিচালক ছিলেন আলি আব্বাস জাফর। এখন তারা শুধুই বন্ধু হয়ে গেছেন।

এবার সাবেক প্রেমিক সালমান খানের সামনেই ক্যাটরিনা পেয়েছেন বিয়ের প্রস্তাব। বিকি কৌশল একটি অনুষ্ঠানে হাজির হন সঞ্চালক হয়ে। সেখানে ক্যাটরিনা কাইফ হাজির হলে এ `উরি` অভিনেতা তাকে প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দেন।

বিয়ের মরশুম চলছে বলিউডে, এমনটাই বলেন তিনি। এখনও কেন বসে রয়েছেন ক্যাট? সবাই যখন বিয়ে সেরে নিচ্ছেন। কোনো ভালো `বিকি কৌশল`-কে দেখে তিনিও তো বিয়ে করে নিতে পারেন। পরই `মুঝসে শাদি কারোগি` বেজে ওঠে `উরি` অভিনেতার ওই মন্তব্যের পর পরই। ক্যাটরিনা সেই গান শুনে হেসে ফেলেন।

বোন অর্পিতা খান শর্মার কাঁধের ওপর মাথা রেখে শুয়ে পড়েন দর্শক আসনের সালমান। ক্যাট  বিকির প্রশ্ন শুনে বলেন, তাকে কেউ বিয়ের প্রস্তাব দেবেন, এমন ক্ষমতা নেই।  সালমান খান সাবেক প্রেমিকার ওই মন্তব্য শুনে হঠাৎই চমকে ওঠেন। প্রকাশ্যে আসার পরই ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

 

এসইউ/এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি