ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ক্যাবল টিভির মনিটরিং কমিটি গঠনের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৮, ৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ক্যাবল টিভির ডিজিটালাইজেশনের আগে মনিটরিং কমিটি গঠনের আহ্বান জানিয়েছে ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ।
বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন বাধ্যতামূলক করায় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পাভেজ জানান, সারাবিশ্বের মত বাংলাদেশেও ক্যাবল টিভিকে শিল্প হিসেবে ঘোষনা দেয়া উচিত। ক্যাবল টিভি ডিজিটালাইজেশনের সময় বৃদ্ধি, স্বল্প সুদে ঋন এবং সেট টপ বক্সের আমদানি শুল্ক মওকুফসহ আটটি দাবি জানানো হয় কোয়াবের সংবাদ সম্মেলন থেকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি