ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ক্যাসিনো কাণ্ড: দেশত্যাগের সময় ঢাকার কাউন্সিলর শ্রীমঙ্গলে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় তাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করা হয়। র‌্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, চলমান অভিযানের অংশ হিসেবে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে তাকে আটক করা হয়। তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

আটক হাবিবুর ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে যুক্ততার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জমিদখল, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকায় ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকে আড়ালে চলে যান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি