ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বান্দরবানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
দুপুরে প্রতিনিধি দলটি বান্দবানের ঘুমধুম, তুমব্র ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এবং কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, চিনি বিতরণ করে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি