ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ক্ষুদ্র ও কুটির শিল্পকে বাঁচাতে সরকার কাজ করছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৩, ৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ক্ষুদ্র ও কুটির শিল্পকে বাঁচাতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এজন্য জামদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে নারায়ণগঞ্জে সরকার জামদানি শিল্প নগর গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
বিকেলে নগরীর জেএমসেন হলে জামদানী প্রদর্শনী ও মেলার উদ্বোনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জামদানি শাড়ির প্রসার ঘটাতে সাতদিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনÑবিসিক। বিসিকের আঞ্চলিক পরিচালক আমিনা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপ-মহাব্যবস্থাপক কৃষ্ণ কুমার আচার্য্য বক্তৃতা করেন। মেলায় নারায়ণগঞ্জের ২১টি জামদানি তৈরির কারখানা অংশ নিচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি