ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কয়েকবার আগুন লাগার ঘটনায় সুন্দরবনে বিশেষ সতর্কতা জারি

প্রকাশিত : ১৯:৫৪, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৫৪, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

এক মাসের মধ্যে কয়েকবার আগুন লাগার ঘটনায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে বনবিভাগ। তিন দিনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ান সার্ভিস। চাঁদপাই রেঞ্জ এলাকায় বৃহস্পতিবার থেকে সব ধরণের পাস-পারমিট বন্ধ ঘোষণা করে বনবিভাগ। এ ছাড়া চাঁদপাই রেঞ্জের জেলে, বাওয়ালি, মৌয়াল ও সাধারণ মানুষের প্রবেশাধিকারও সংরক্ষিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ বিশেষ সতর্কতা বহাল থাকবে বলে জানিয়েছে বনবিভাগ। এদিকে বুধবার সন্ধ্যার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও বনবিভাগ। এরিমধ্যে পুড়ে গেছে ১০ একরেরও বেশী বনভূমি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি