খসরুর সম্পদের খোঁজে হোটেল সারিনায় দুদকের অভিযান
প্রকাশিত : ১৪:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:১৯, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর অবৈধ সম্পদের খোঁজে রাজধানীতে তারই মালিকাধীন হোটেল সারিনায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল থেকে দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান চালাচ্ছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষটি নিশ্চিত করেছেন।
প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে দুদকের একজন পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। বর্তমানে তারা হোটেল সারিনায় রয়েছেন।
দুদকের পরিচালক কাজী শফিকুল আলম বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চালানো হচ্ছে। তবে দুদকের অভিযানের কথা অস্বীকার করেছেন হোটেল সারিনার সিকিউরিটি ম্যানেজার আহমেদুর রহমান।
একে//
আরও পড়ুন