ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

খাগড়াছড়িতে অভিযানে অস্ত্র, গুলিসহ ইউপিডিএফ সংগঠক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৪, ২৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির মহালছড়ির নোয়াপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি এবং সামরিক পোশাকসহ ইউপিডিএফ সংগঠক প্রীতি বিকাশ চাকমা ওরফে বসু চাকমাকে আটক করেছে যৌথবাহিনী।
পুলিশ জানায় আজ ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা নোয়াপাড়ায় অভিযান চালায়। সেসময় প্রীতি বিকাশ চাকমাকে হাতেনাতে আটক করা হলেও বাকীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও সামরিক পোষাক উদ্ধার করা হয়। আটক প্রীতি বিকাশ চাকমা ইউপিডিএফ মহালছড়ি উপজেলা শাখার অর্থ সচিব। ইউপিডিএফ’র জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, অন্যায়ভাবে বাসা থেকে প্রীতি বিকাশ চাকমাকে আটক করা হয়েছে। আটক প্রীতি বিকাশ চাকমাকে মহালছড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি