ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের মিছিলে পুলিশের বাধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৭, ৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের মিছিলে পুলিশের বাধা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেসময় আহত হয়েছেন বিজিবির ৩ সদস্য।
স্বনির্ভর এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কল্পনা চাকমার বিচার নিয়ে তালবাহানার অভিযোগ এনে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি সদস্যরাও যোগ দেন। এসময় আটক করা হয় এন্টি চাকমা ও সুমিতা ত্রিপুরা নামের দুই হিল উইমেন্স ফেডারেশন সংগঠককে। এ ঘঁনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি  করেছে সংগঠনটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি