ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

খাদ্যে বিষক্রিয়ায় নোয়াখালীতে ৩৩ ছাত্রী অসুস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৫৯, ৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ক্যান্টিনের খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৩৩ ছাত্রী তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ও বুধবার সকালে ক্যান্টিনে খাবার খেয়ে ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল আজিম গণমাধ্যমকে বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। ইনস্টিটিউটের প্রথম ও দ্বিতীয় বর্ষের ৩৩ ছাত্রীকে চিকিৎসা হচ্ছে। তিনি বলেন, আরো কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ন ম শামসুল করিম বলেন, অসুস্থ ছাত্রীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে তাদের স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়েছে। পাতলা পায়খানা ও বমি হওয়ায় তাঁরা দুর্বল হয়ে পড়েছেন।

 

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি