ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

খালার জানাযা শেষে বাড়ি ফেরার পথে দুইভাই নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৬ মার্চ ২০২৩ | আপডেট: ১১:০৩, ২৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আপন দুইভাই নিহত হয়েছেন। তারা হবিগঞ্জে খালার জানাযা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আহত হন আরও তিনজন। 

শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই মিয়ার ছেলে আব্দুল মঈন (৭০) ও তাজ উদ্দিন (৫৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জে খালার জানাযা নামাজ শেষে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মঈন ও তাজ উদ্দিন। সিএনজিটি ভাটিপাড়া এলাকায় দাঁড়ানো মাটি কাটার ভেকু মেশিনকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইভাই। আহত হয় একই পরিবারের আরও তিনজন।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি