ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদার অনুপস্থিতিতেই বিচার চলবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:১৯, ১৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিচারিক কার্যক্রম আদালতে চলার আদেশ স্থগিত চেয়ে করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারাগারেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

রোববার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১০ অক্টোবর এ আবেদনের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজ রোববার দিন ধায্য ছিলো।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি