ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

খালেদার চেয়ে এরশাদই যোগ্য প্রতিদ্বন্দ্বী : মুহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১৮ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৯, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ব্যক্তিগত কোনো চিন্তা-ভাবনা নেই জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দলের সিদ্ধান্তে তিনি নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, ‘আমার আসনে (সিলেট-১) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। তবে খালেদা জিয়ার চেয়ে এরশাদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করি। কারণ, এরশাদের আমলে সিলেটে অনেক উন্নয়ন হয়েছে।’
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছে। মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি