ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

খালেদার বিচার বন্ধে আদালতের বাইরে ষড়যন্ত্র চলছে: দুদক আইনজীবী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল অভিযোগ করে বলেছেন, খালেদার বিচার কাজ ব্যাহত করতে আদালতের বাইরে ষড়যন্ত্র চলছে।

আর বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, ষড়যন্ত্র নয় বরং আইনিভাবে মামলাটি মোকাবেলা করছেন তারা।

এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারপতির প্রতি অনাস্থা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর ২০১৮) এ বিষয়ে আদেশ দেবেন আদালত।   

আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এ দিন সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মূলতবির আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা।

জামিনে থাকা অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আলাদা আবেদন করেন। এ বিষয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করেছেন আদালত।

দুদকের আইনজীবী বলছেন, বিচারকাজ ব্যাহত করতে আদালতের বাইরে ষড়যন্ত্র চলছে। আদালতে তারই প্রতিফলন ঘটাচ্ছেন তার আইনজীবীরা।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘তার (খালেদা জিয়া) আইনজীবীরা ভেতরে ও বাইরে দুই জায়গায় আদালতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং ষড়যন্ত্রের ফলশ্রুতিতে নির্দেশিত হয়ে আমাদের কতিপয় দেশীয় গুরুজন, যারা আদালতে প্রতি অনাস্থা জ্ঞাপনের নির্দেশ দেন।’

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি