খালেদার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবে:আইনমন্ত্রী
প্রকাশিত : ১৬:৪৮, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২৯, ৪ নভেম্বর ২০১৮

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে, তার কারামুক্তির বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন,‘খালেদা জিয়ার মামলায় তাকে আদালত সাজা দিয়েছে। তাঁর মুক্তির ব্যপারে আদালতই সিদ্ধান্ত দেবেন।
নির্বাচনকালীন সময়ে ঐক্যফ্রন্টের কাউকে রাখার সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন,‘এ ব্যপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী কিন্তু ইতোমধ্যে বলেছেন, যেই সরকারটা আছে সেই সরকারটাই চলবে।তার কারণ হচ্ছে যেই উন্নয়ন কাজগুলো শুরু করা হয়েছিল এই সরকারের আমলে সেটা কোনোমতে ব্যহত না হয়, সেদিকে অবশ্যই গুরুত্ব দিবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাবেক বিচারপতি মুসা খালেদ, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
কেআই/
আরও পড়ুন