ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৩, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ আল হারুন বলেছেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি লাভ করেছে। তিনি আগের চেয়ে ভালো আছেন, তাই তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। তবে একেবারে সুস্থ হয়েছেন বলে বলা যাবে না।’
আজ বৃহস্পতিবার খালেদা জিয়াকে হাসপাতাল থেকে পুনরায় কারাগারে নেয়ার পর গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) চিকিৎসার জন্য এখানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তার যেসব রোগ রয়েছে সে অনুসারে মেডিকেল বোর্ড চিকিৎসা দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে সুস্থ করে তোলার। তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি রোগটি নিয়ন্ত্রণে আছে অথবা নাই। নিরাময় হয়ে গেছে এমন বলা যাবে না। তবে আর যত শারীরিক রোগ রয়েছে সবগুলো নিয়ন্ত্রণে আছে।

এর আগে আজ বেলা ১১টা ৩৭ মিনিটের খালেদা জিয়াকে কারাগারের অস্থায়ী আদালতে নেওয়া হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি