ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৫ আগস্ট ২০২৫ | আপডেট: ২৩:৪৯, ২৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে হাজতখানায় রাখা হয়। বিকেল ৩টা ২৬ মিনিটে কড়া পুলিশি পাহারায় এজলাসে তোলা হলে জনাকীর্ণ আদালতে হট্টগোল শুরু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট খায়রুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। তিনি আদালতকে বলেন, মামলার ঘটনার সঙ্গে আফ্রিদির কোনো সম্পৃক্ততা নেই। ভুক্তভোগী বাবু আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে নিহত হয়েছেন। এ মামলায় আফ্রিদির নাম তথ্যগত ভুলে যুক্ত হয়েছে বলে বাদী অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছেন।

তিনি আরও বলেন, আফ্রিদি কিডনির জটিলতায় ভুগছেন, হাঁটা-চলায় তার প্রস্রাবে রক্ত আসে। বর্তমানে তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। মানবিক কারণে জামিন মঞ্জুর করা হোক। এসময় তিনি খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর একটি ছবি আদালতে দেখিয়ে দাবি করেন, আফ্রিদির পরিবারের আলাদা কোনো রাজনৈতিক পরিচয় নেই। তার বাবা একজন ব্যবসায়ী, কোনো রাজনৈতিক দলের পদে নেই।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন, বাদীর আইনজীবী ইব্রাহিম খলিল এবং ঢাকা বারের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল রিমান্ডের পক্ষে শুনানি করেন। তারা বলেন, আফ্রিদি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের ওপর হত্যাযজ্ঞ চালাতে উৎসাহিত করেছেন। রিমান্ডে নিলে জানা যাবে কারা হত্যাকাণ্ডে সম্পৃক্ত, কার নির্দেশে তা হয়েছে এবং কারা অর্থ ও অস্ত্র জুগিয়েছে।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। হাজতখানায় ফেরত নেওয়ার সময় তাকে পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

গত রোববার (২৩ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন তার বাবা নাসির উদ্দিন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিতে নিহত হন মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এতে নাসির উদ্দিন ছিলেন ২২ নম্বরে এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

এসএস//


 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি