ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

খোলামেলা ছবি শেয়ার করে তোপের মুখে হিনা খান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১৮:০০, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় টিভি সিরিয়ালের আলোচিত একটি নাম হিনা খান।‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’ টিভি সিরিয়ালের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বিগ বস-১১-এর প্রতিযোগিতায় অংশ নিয়েও আলোচনায় আসেন হিনা।

এদিকে সম্প্রতি বিকিনি পরিহিত বেশ কিছু খোলামেলা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে তোপের মুখে পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে খবর, বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন হিনা খান।

আর সেখানে গিয়ে কালো বিকিনি পরে ছবি শেয়ার করেন হিনা খান। কখনও পুলে বসে নিজের সেই খোলামেলা ছবি শেয়ার করেন হিনা, আবার কখনও রকির সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। আর এরপরই আক্রমণের মুখে পড়তে হয় বিগ বসের প্রাক্তন এই প্রতিযোগীকে।

হিনা এমন খোলামেলা ছবি কিভাবে শেয়ার করলেন এ নিয়ে প্রশ্ন ওঠে নেটদুনিয়ায়। এটা কী ধরনের পোশাক এবং ছবি বলেও তোলা হয় প্রশ্ন। পাশাপাশি ‘ধর্মের উপর সম্মান প্রদর্শন করুন’ বলেও আক্রমণ করা হয় হিনাকে। যদিও এ বিষয়ে পরবর্তীতে কোনো কথা বলেননি হিনা। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি