‘গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’
প্রকাশিত : ১৬:৩৯, ৬ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার মতামত নিয়েই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে ইসলামী দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে দুপুর পৌনে ৩টার দিকে গণভবনে শুরু হয় ইসলামী দলগুলোর সঙ্গে সংলাপ।
সংলাপ অংশ নেওয়া দলগুলো হলো – ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বি.এন.আই.এ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স (আইডিএ) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা।
সব মিলিয়ে ইসলামি দলগুলোর ৫১ জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন।
এরপর সন্ধ্যা সাতটায় বাম গণতান্ত্রিক জোট নেতাদের সঙ্গে সংলাপ হবে। এতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন অংশ নেবে।
এসএইচ/
আরও পড়ুন