ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

গাংনীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে অগ্নিদগ্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম জামেলা খাতুন (৭৮)। রোববার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামেলা খাতুন ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া পশ্চিমপাড়ার বদর উদ্দিনের স্ত্রী। 

স্থানীয় বাসিন্দা গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ফিরোজ আহমেদ জানান, শীতের তীব্রতার কারনে জামেলা খাতুন গত শনিবার রাতে বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করে। এসময় হঠাৎ তার কাপড়ে আগুন লেগে শরীরের কিছু অংশ পুড়ে যায়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গাংনী ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরের অবস্থা অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি