ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

গাইবান্ধায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ যুবক গুলিবিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মাদকবিরোধী অভিযানকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে গাইবান্ধা জেলার নতুন ব্রিজ রোডের পূর্বকোমরনই এলাকায় তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, গুলিবিদ্ধরা সবাই মাদক বিক্রেতা।

গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন তথ্য অনুযায়ী ব্রিজ রোড এলাকায় মাদক উদ্ধারে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও গুলি ছোঁড়ে। এতে তিন যুবক গুলিবিদ্ধ হয়।

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি