ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১৭:২৫, ১ জুন ২০১৬ | আপডেট: ১৭:২৫, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের নলজানী এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত বুধবার রাত ১১টার দিকে টার্গেট ফাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার আটতলা ভবনের নীচ তলায় সুতার গুদামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এসময় কারখানায় আগুনের ছবি তুলতে সংবাদ কর্মীদের বাঁধা দেয়ার অভিযোগ ওঠে। কারখানার অন্যান্য সেকশনে বুধবার রাতের পালার কাজ শেষে শ্রমিকরা চলে গেলেও জ্যাকার সেকশনে কিছু শ্রমিক সেসময় কাজ করছিলেন। আগুনে শ্রমিকদের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি