পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী মামুন
প্রকাশিত : ১৭:০৪, ৩০ এপ্রিল ২০২৫

খুলনা মহানগরীর থেকে মামুন সরদার (২৬) নামে এক যুবক হারিয়ে গেছে। ১৯ এপ্রিল শনিবার দুপুর ২টার দিকে মহানগরীর সরকারপাড়া এলাকা থেকে হারিয়ে যান।
মামুন সরদার (২৬) খুলনা বিএল কলেজের সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি সাতক্ষীরাের আশাশুনি উপজেলার বড়দল গ্রামে। তিনি বড়দল গ্রামের মুজিবর সরদার ও সুন্দরী বেগম দম্পতির ছেলে।
নিখোঁজের ভাই জানান, পরীক্ষা দিতে মামুন গ্রামের বাড়ি থেকে খুলনা সদরে আসেন। ১৯ এপ্রিল দুপুরে খুলনার বাসা থেকে বের হয়ে আর সেখানে ফিরে যাননি। এরপর আর কোনোভাবে যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। ফোন নম্বরও বন্ধ। অনেক খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। তাঁর গায়ের রং শ্যামলা। চুল কাঁচা-পাকা ধরনের। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ৬০কেজি।
এঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৯৮১) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা বাবা মুজিবর সরদারের মুঠোফোন (০১৭৩৩৯২৩৭৫৭) নম্বরে মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
এমবি//
আরও পড়ুন