ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

‘গাজীপুরে রোপণকৃত চারা জাহাঙ্গীর আলম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি গাজীপুরে একটি চারা রোপণ করেছি, সেই চারা জাহাঙ্গীর আলম। গাজীপুরে সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের জয়কে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি