ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গোদাগাড়ীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৫১, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ী উপজোলার সারাংপুর গ্রামের একটি ডোবা থেকে জয়নাল আবেদিন (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উদ্ধার জয়নাল দুইদিন আগে নিখোঁজ হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

জয়নাল গোদাগাড়ী সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর হরিসপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। জয়নাল সারাংপুর গ্রামের তার ফুপা তরিকুলের বাসায় থেকে লেখাপড়া করতো।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, তরিকুলের বাড়ির পাশে একটি ডোবায় জয়নালের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

তরিকুলের বরাদ দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে বাহিরে থেকে ঘুরে আসি বলে বাড়ি থেকে বের হয় জয়নাল। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে খুন করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি