ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গোসল করতে নেমে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লা পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন।


রোববার রাজশাহীর সাগরপাড়া এলাকায় বাড়ির সামনের পুকুরে গোলস করার সময় তার মৃত্যু হয়।


পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে শামসুল ইসলাম পুকুরে গোসল করতে গিয়ে অনেক দেরি করায় বাড়ির সামনের পুকুরে গিয়ে খোঁজ করা হয়। এসময় পানির নিচে তার লাশ পাওয়া যায়।


উল্লেখ্য, শামসুল ইসলাম মোল্লা সাবেক ফুটবলার ছিলেন। তিনি পাকিস্তান আমলে পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়ায় খেলেছেন। স্বাধীনতার পর মোহামেডান এবং আবাহনীর হয়ে খেলেছেন তিনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টরও ছিলেন।
//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি