গ্যাসের দাম বাড়ার ঘোষণা আসছে বিকেলে
প্রকাশিত : ১৩:৪১, ৭ অক্টোবর ২০১৮

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার বিকেলেই গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেবে। তবে কতভাগ বাড়ছে তা নিশ্চিত করেনি বিইআরসি। জানা যায়, গৃহস্থালি এবং বাণিজ্যিক ছাড়া সব গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো।
সূত্র জানিয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির জন্য বিইআরসির হাতে ৯০ দিন সময় ছিল। এর আগে জুনের শেষে গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি শেষ হয়। সেই হিসেবে এই সময়ের মধ্যে দামের বিষয়ে আইন অনুযায়ি কমিশনের ঘোষণা দেওয়ার কথা।
জানা যায়, গত মার্চ মাসে গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে ৭৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তবে আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি। অবশ্য এর আগে কমিশনের একটি সূত্র জানিয়েছিল এলএনজি এলে গ্যাসের দাম বাড়ানো হবে।
একে//
আরও পড়ুন