ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

গ্রামের প্রতিটি মানুষ আধুনিক সুযোগ সুবিধা পাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:২৮, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের প্রতিটি মানুষ যাতে আধুনিক সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থা করবে সরকার। দুপুরে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন,  আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে, মানুষ ভালো আছে। ক্ষমতা ভোগ নয়, জনকল্যাণই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানান তিনি। সামাজিক নিরাপত্তায় যেসব কর্মসূচি নেয়া হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের বিশেষ বর্ধিত সভা। ঢাকা, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭ হাজারের বেশি তৃণমূল নেতা অংশ নেন সভায়। ছিলেন কেন্দ্রীয় নেতারাও।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপের শোকপ্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা দূর করার আহবান জানান তিনি।

পরে তৃণমূল নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের জন্য আত্মত্যাগের স্মৃতিচারণ করেন তিনি।

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপিসহ অন্যান্য ক্ষমতাসীনরা জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেনি।

আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে তৃণমূল নেতা ও প্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশে। এজন্য নৌকায় ভোট দিতে জনগণের কাছে যাবার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি