ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঘষিয়াখালী চ্যানেলে নৌ চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বাগেরহাটের রামপাল উপজেলায় ঘষিয়াখালী চ্যানেলে নৌ চলাচল শুরু হয়েছে। কালিগঞ্জ খেয়াঘাটে রোববার বিকালে শ্রমিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠকে শ্রমিকরা চ্যানেল খুলে দিতে রাজি হয়

প্রসঙ্গত, কার্গো শ্রমিকদের ওপর ড্রেজার শ্রমিকদের হামলার পর শনিবার থেকে শ্রমিকরা বন্ধ করে দেয় ঘষিয়াখালী চ্যানেল।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল গণমাধ্যমকে বলেন, বৈঠকে ড্রেজার কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। নৌযান ভাংচুর ও শ্রমিকদের মারধরের ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা পরিশোধ করার পর সন্ধ্যায় চ্যানেলে নৌচলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি