ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে নুসরাত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৪৩, ১৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস’র সংসদ সদস্য নুসরাত জাহান গুরুতর অসুস্থ। শ্বাসকষ্টজনিত কারণে রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর আনন্দবাজার পত্রিকা‘র। 

শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ’তে (আইসিইউ) রাখা হয়েছে নুসরাতকে। একসঙ্গে অনেক ঘুমের ওষুধ সেবনের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ বিষয়ে লিখিত জানিয়েছে।  

জানা যায়, রোববার নুসরতের স্বামী নিখিলের জন্মদিন ছিল। সেই উপলক্ষে পরিবারের তরফ থেকে পার্টির আয়োজন করা হয়। সেই পার্টি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন নুসরত।

নুসরতের অসুস্থতার কারণ এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে কোনওরকম মুখ খুলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। নুসরতের পরিবারের তরফ থেকে অবশ্য ঘুমের ওষুধ খেয়ে অসুস্থতার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার নুসরতের স্বামী নিখিল বলেন, সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। আজই সন্ধ্যায় নুসরত বাড়ি ফিরে যাবে। মারাত্মক হাঁপানি হচ্ছিল। এখন ভাল আছে নুসরত।

সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি