ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঘোষিত বাজেটটি হবে বাংলাদেশের শ্রেষ্ঠ বাজেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:১০, ২৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ২৮ জুন প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণে কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে ঘোষিত বাজেটটি হবে বাংলাদেশের শ্রেষ্ঠ বাজেট বলে মন্তব্য করেছেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাজেট নিয়ে সংসদে যে আলোচনা হয়েছে এবং যে বিতর্ক হয়েছে তা নিয়েই কিছু প্রস্তাব দেয়া হবে। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন ৫ই জানুয়ারির ভুল তিনি আর করবেন না, তাই এই সরকারের অধীনেই নির্বাচনে আসবে বিএনপি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি