চট্টগ্রামের উন্নয়নসহ গ্রামীণ এলাকায় অবকাঠামো নির্মাণে কাজ করছে বর্তমান সরকার
প্রকাশিত : ১৮:০১, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০১, ১৯ জানুয়ারি ২০১৭
বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নসহ গ্রামীণ এলাকায় অবকাঠামো নির্মাণে কাজ করছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এম.এ লতিফ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পাঠানটুলিতে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় পাঠানটুলি এলাকার প্রায় ২ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে পাড়ায় মহল্লায় দলকে সুসংহত করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদেরসহ দলীয় নেতারা।
আরও পড়ুন