ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় পোশাক শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৭ জুন ২০১৭ | আপডেট: ১৭:৩৪, ১৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পাহাড়তলির উত্তর কাট্টলি এলাকায় মো. আরিফ নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর এফবি ফ্যাশন নামের পোশাক কারখানার কাছে এ ঘটনা ঘটে। নিহত আরিফ এফবি ফ্যাশনে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, কারখানার কাজ শেষে বাসায় ফিরতে সিএনজি অটোরিকশায় উঠছিলেন আরিফ। সেসময় পেছন থেকে তিন-চার জন ধারালো অস্ত্র দিয়ে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিফের বাড়ি খুলনার রূপসায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি