ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চট্টগ্রামে ৪০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন শেখ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এ সব ইয়াবার বাজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার ভোররাতে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আল আমিন শেখ কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার দোভাষ বাড়ি এলাকার সোলায়মান শেখের ছেলে বলে জানা গেছে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি