ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৪২, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে (২৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুদীপ্ত বিশ্বাস নগরীর সদরঘাট দক্ষিণ নালাপাড়া এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে সুদীপ্তকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সুদীপ্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি