ট্রেনে শিডিউল বিপর্যয়
চরম ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশিত : ১২:৫০, ১৫ জুন ২০১৮

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। তাই দেশের সব প্রান্তের মানুষ আজ রাজধানী ছেড়ে প্রাণের টানে পাড়ি জমিয়েছেন। আজ শুক্রবার ভোর থেকে কমলাপুরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। তবে সকাল থেকেই ট্রেনে শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। কোনো ট্রেনই ঠিক সময়ে স্টেশন ছাড়ছে না। স্টেশনে ভিড়ছেও দেরিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নারী ও শিশুদের ভোগান্তির কোনো শেষ নেই।
দিনের প্রথম ট্রেন ধূমকেতু সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও সকাল সাড়ে ৮টার মধ্যেও কমলাপুরে এসে পৌঁছায়নি। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সকাল ৭টা ৪০মিনিটে। তিস্তা সকাল সাড়ে ৭টায় স্টেশন ছাড়ার কথা থাকলেও তা ছেড়ে যায় ৮টা ১০ মিনিটে। মহানগর প্রভাতী ৭টা ৪৫মিনিট ছাড়ার কথা থাকলেও ছাড়ে সকাল ৮টা ২৮মিনিটে। মহুয়া এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত স্টেশনেই দাঁড়িয়ে ছিল।
সকাল ৮টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা নীলসাগর এক্সপ্রেসের। কিন্তু নীলসাগর ১১টার মধ্যেও কমলাপুরে এসে পৌঁছায়নি।
নীলসাগর এক্সপ্রেসযোগে চিলাহাটি যাবেন শামছুল হক। তিনি বলেন, সকাল ৮টায় ট্রেন ছাড়ার কথা থাকলে এখনও ট্রেন কমলাপুরে আসেনি। কখন আসবে জানি না। টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছিলাম, এবার ট্রেনের অপেক্ষা। মনে হচ্ছে ঈদ রাস্তাতেই করতে হবে।
এ দিকে মহানগর প্রভাতীর অ্যাটেন্ডেন্ট ফয়সাল বলেন, লাইন ক্লিয়ার না থাকায় আমাদের ছাড়তে দেরি হচ্ছে। লাইন ক্লিয়ার হলেই আমরা ট্রেন ছাড়বো।
এসএ/
আরও পড়ুন