ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন অডিটোরিয়ামে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি. এম মোজাহিদুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী সামিউল হক লিটন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) ওয়ারেশ আলী মিঞা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদ, গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী জুবায়ের, পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম, উপ- পরিদর্শক রনি সাহা, গোলাম রসুল, রশিদুল ইসলাম, আইয়ুব আলীসহ তাদের পরিবারের সদস্যরা। নাচ ও গানের পরিবেশনায় মুগ্ধ দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল দি ব্যান্ড আফটার রেইনের সংগীত পরিবেশনা। ব্যান্ড দলের ভোকাল পুলিশ সার্জেন্ট আব্দুল আলিম খানের অসাধারণ প্রতিভা মুগ্ধ করে তোলে অতিথিদের। পুলিশ সদস্যের মাঝে এই অনন্য প্রতিভার কারণে অসংখ্যবার পুরস্কৃত হন তিনি।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি