ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ

চার মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৪০, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১৮ দিন ইতোমধ্যে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করেছে ফলে খালি  হওয়া চার মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
 এই আদেশে তাদের বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসাবে এ দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অপরদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। এছাড়াও অতিরিক্ত হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে মন্ত্রীদের এ ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি