চিকিৎসক আকাশের স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত : ২০:২৯, ১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:২০, ৫ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ছয়জনকে আসামি করে নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা। শুক্রবার বিকেলে আকাশের মা জোবেদা খানম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- তানজিলা হক চৌধুরী মিতু, তার মা শামীম শেলী, বাবা আনিসুল হক, বোন সানজিনা আরিশা, বন্ধু ডা. মাহবুব ও প্যাটেল।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নগরের নন্দনকানন এলাকার আত্মীয়ের বাসা থেকে আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতার করেছে পুলিশ।
তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতারের বিষয়ে শুক্রবার দুপুরে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মিজানুর রহমান জানান, আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তানজিলা হক চৌধুরী মিতুকে নগরের নন্দনকানন এলাকার তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। আত্মহত্যার আগে ফেসবুকে আকাশ স্ত্রীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করে যান। এর প্রমাণ হিসেবে মিতুর সঙ্গে তার বন্ধুদের বেশ কিছু ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর অভিযোগের কিছু কিছু বিষয় মিতু স্বীকার করেছেন। আবার কিছু বিষয় এড়িয়ে গেছেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বছর তিনেক আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও মিতু। বিয়ের পরপরই মিতু আমেরিকা চলে যান। তখন থেকেই বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ জানুয়ারি মিতু দেশের আসার পর তা আরও বেড়ে যায়। গত বুধবার রাতে এ নিয়ে তাদের হাতাহাতিও হয়। আকাশের আত্মহত্যায় তার স্ত্রী মিতুর কোনো বন্ধু যদি প্ররোচনা দিয়ে থাকেন, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
আকাশের ভাই ডা. মনজুর মোরশেদ অসীম বলেন, মিতুর বেপরোয়া চলাফেরা ও তার নৈতিক সস্খলন জনিত কর্মকাণ্ড আমার ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মিতু ও তার পরিবারের প্ররোচনায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা এর শাস্তি চাই।
এর আগে বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে বিষপ্রয়োগ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।
এসএইচ/
আরও পড়ুন