ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চিকুনগুনিয়া প্রাণ নিল আইনজীবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনির হাসান চৌধুরী মিঠু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। তিনি দীর্ঘ একমাস চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত ছিলেন। আজ শনিবার সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন।

আইনজীবী মিঠু ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহআইন বিষয়ক সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

সহকর্মী ইব্যাহিম খলিল জানান, এত অল্প বয়সে তিনি মৃত্যুবরণ করায় আইনজীবী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার মতো এমন অকার মৃত্যু যেন কারো না হয়।

জানা গেছে, মরহুম আইনজীবী মিঠুর জানাজা ঢাকা আইনজীবী সমিতির প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি ভোলায় জানাজা ও দাফন করা হবে।

আরকে//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি