ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

‘চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চালু করা হবে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতেই’

প্রকাশিত : ১৯:৩৩, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথে ট্রেন চলাচল শুরু হবে। শনিবার সকালে নীলফামারী রেলস্টেশন পরিদর্শন শেষে মতবিনিময়ে তিনি এসব একথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতেই ওই রুটে রেলপথ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ভারত অংশে রেললিংক স্থাপনের কাজ শেষ হয়েছে। বাংলাদেশ অংশের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। যা শিগগিরি শেষ হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে রেলকে সচল করতে রেলকারখানা কার্যকর করার উদ্যোগ, রেলপথের সম্প্রসারণ, বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি রেলসেতু স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) বেগম নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি