ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চুলের যত্নে বেসনের হেয়ার প্যাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঘন কালো লম্বা চুল অনেকেই পছন্দ করেন। কিন্তু আজকের দিনে ধুলো-ময়লা, দূষণ আর নানা শারীরিক সমস্যার কারণে মজবুত, লম্বা চুল পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্রুত চুল বড় করতে অনেকেই বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু বিস্তর চেষ্টার পরেও, অনেক সময় চুল কিছুতেই বড় হতে চায় না।

আপনি হয়তো জানেন না, ঘরোয়া পদ্ধতিতে তৈরি বেসনের হেয়ার প্যাক ব্যবহার করলেই বড় চুলের শখ পূরণ হতে পারে। বেসন ত্বকের জন্য যেমন উপকারি, তেমনই চুলের জন্যও খুব ভালো। বেসনে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে। 

চুলে বেসন ব্যবহারের উপকারিতা 

> বেসন স্ক্যাল্পে তেলের ভারসাম্য বজায় রাখে এবং স্ক্যাল্প অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হতে দেয় না।

> বেসন চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

> চুল পড়া, চুল পাতলা হওয়া এবং খুশকি সারাতে বেসন খুব কার্যকর।

> বেসন মাথার ত্বক পরিষ্কার করে এবং জ্বালা, চুলকানি কমায়।

> বেসনে ন্যাচারাল কন্ডিশনিং বৈশিষ্ট্য রয়েছে, যা চুলকে নরম ও হাইড্রেট রাখে।

সূত্র: বোল্ডস্কাই
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি