ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বাল্যবিয়ের আয়োজন

চুয়াডাঙ্গার জীবননগরে ৫ জনের কারাদন্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ৫ জনকে কারাদন্ড এবং তিন জনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এই আদেশ দেন।

কনের ভগ্নিপতি, বর, বরের ভগ্নিপতি, ঘটক ও কাজীর সহকারিকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় সহযোগিতার অভিযোগে আরো তিনজনের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

বিনাশ্রম সাজাপ্রাপ্তরা হলেন, রফিকুল ইলসাম (১৮), আমজাদ হোসেন (২৫), জসিম মন্ডল (৩৭), হাবিবুর (৪৫) ও শরিফুল (২২)।

অপরদিকে অর্থদন্ডে দন্ডিতরা হলেন, জহিরুল ইসলাম (৩২), রুবেল (৩৫) ও  শাকিব (২০)।

জীবননগর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জীবননগর শহরের কোর্টপাড়ায় মৃত বজলু কাজীর বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখান থেকে বরসহ আটজনকে আটক করা হয়।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি